করোনা মহামারিতে এবার একুশে ফেব্রুয়ারিতে ১০ কোটি টাকা লোকসান, দাবি ফুল ব্যবসায়ীদের
করোনা মহামারিতে এবার একুশে ফেব্রুয়ারিতে রাজধানীর শাহবাগে ফুল বেচাকেনায় ভাটা পড়েছে। চাষিদের কাছ থেকে কেনা দামের অর্ধেকেও বিক্রি করতে পারছেন না বলে জানান বিক্রেতারা। এ অবস্থায় এ বছর ১০ কোটি টাকা লোকসান গুনতে হবে বলে দাবি ফুল ব্যবসায়ী সমিতির। যদিও ক্রেতারা কম দামে ফুল কিনতে পেরে খুশি।
বাঙালির বাংলা ভাষায় নিজের অধিকার প্রতিষ্ঠার দিন ২১ ফেব্রুয়ারি। আর এ অর্জনে যারা আত্মত্যাগ করেছিলেন প্রায় সাত দশক আগে, তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনে ‘ফুল’ চিরন্তন উপকরণ। দিবসটি উপলক্ষে ফুল চাষি ও ব্যবসায়ীদের বাড়তি প্রস্তুতি থাকে প্রতিবছরই। করোনা মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার ফুলের বাজারে বেচাকেনাও কম। এক সপ্তাহ আগে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে যে দাম ছিল এখন তা অর্ধেকেরও নিচে বলে জানান বিক্রেতারা।
রাজধানীর শাহবাগের পাইকারি বাজারে ফুল কিনতে আসা ক্রেতারা বলছেন, প্রত্যাশার চেয়ে এবার কম দামে ফুল কিনেছেন তারা।
প্রতি বছর ফুলের আড়তে প্রায় ২০ কোটি টাকার বেচাবিক্রি হয়। করোনার কারণে শহীদ মিনারে জনসমাগম সীমিত রাখায় এবার বিক্রি ১০ কোটিতে নেমেছে বলে জানান ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বাবুল প্রসাদ।
দেশের বিভিন্ন এলাকা থেকে শাহবাগের পাইকারি বাজারে আসা ফুল বিক্রি করতে না পারায় বেশির ভাগই নষ্ট হয়েছে বলে জানান বিক্রেতারা।